পদ্মাগর্ভ হতে ইংরেজি– I (আই) বর্ণের ন্যায় নয়নাভিরাম যেই সুবিশাল বাঁধটি অবস্থিত মূলত সেটিই আই বাঁধ নামে সু পরিচিত। নদীর উপকুলে হওয়ায় দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় এই বাঁধটি।
সবাইকে সুস্বাগতম, আমি অনুপমা বর্মন আজ চলে এসেছি রাজশাহীর পদ্মা নদীর অনটোমো প্রাণ কেন্দ্র টি বাধ আ। আসুন, সকলকে খুব সুন্দর করে, পাখির চোখের নয় এই অসাধারণ জায়গাটি দেখায়।
মূল রাস্তা থেকে নদী পর্যন্ত বাঁধটি সরলরৈখিক বরাবর চলে গেছে। বর্ষার প্লাবন হতে বাঁধটি সুরক্ষার জন্য নদী সংলগ্ন বাঁধের চারিপাশে ব্লক দ্বারা আবৃত রয়েছে। দর্শনার্থীদের বিস্রামের জন্য আলাদা আলাদা কিছু বসার স্থান করে দেওয়া হয়েছে।
স্থানটির সৌন্দর্য বৃদ্ধির জন্য নানা কর্মসূচি ও পদক্ষেপ নেয়া হয়েছে। বাঁধটির পাশেই রয়েছে হাইটেক পার্ক, রয়েছে রেস্টুরেন্ট ও ছোট ছোট কিছু খাবাররের দোকান। মাঝে মাঝে কিছু খেলনা ও খাবারের ভ্রাম্যমাণ দোকান ও থাকে এই স্থানে। বাঁধের পাশে রয়েছে সুবিশাল বটবৃক্ষ, এছাড়াও রোপিত হয়েছে আমসহ ও অন্যান্য কিছু গাছ যা নদী পাড়ের সৌন্দর্য বৃদ্ধি করে।
নদীর বুকে বিসৃত বাঁধটি মুগ্ধ করে শিশু থেকে বৃদ্ধ প্রায় সকল বয়সের দর্শনার্থীদের। নদীর প্রতিটি ঢেউ আছড়ে পরে…বাঁধের বুকে, দৃশ্যটি যে কোন মানুষকে আক্রিস্থ করবে। রাজশাহীবাসী ও দূর দুরান্ত থেকে আগত প্রায় সকল বয়সের মানুষ এই বাঁধটি পরিদর্শন করতে আসে। নদী পাড়ের অপরুপ দৃশ্য উপভোগ করার পাশাপাশি ক্যামেরা বন্দিও করেন কেউ কেউ।
সকাল, বিকাল ও সন্ধ্যা লগ্নে দর্শনার্থীদের সমাগম বেশি হয়ে থাকে, দুপুর লগ্নে সূর্যের প্রখরতায় জনমানবের উপস্থিতি কিছুটা কম দেখা যায়। সকাল ও বিকালের অপরুপ সূর্যোদয় ও সূর্যঅস্ত, এই বাঁধ হতে দু চোখের প্রশান্তি ভরে দেখা যায়। পদ্মা নদীর ঢেউ এর সাথে, সু বিশাল আকাশের….. নিদারুণ প্রাকিতিক দৃশ্য যেন, কল্পনার ছবি এঁকে দেয়।
স্থানঃ পর্যটন কেন্দ্র
নামঃ আই বাঁধ
লোকেশন/ অবস্থানঃ বঙ্গবন্ধু সিলিকন সিটি রোড, কোর্ট ঢালুর মোড়,রাজশাহী, ৬২০১
থানাঃ রাজপাড়া
জেলাঃ রাজশাহী
বিভাগঃরাজশাহী
দেশঃ বাংলাদেশ
Our Rajshahi